Home » , » মঙ্গল গ্রহে আলু চাষের পরিকল্পনা

মঙ্গল গ্রহে আলু চাষের পরিকল্পনা

মঙ্গল গ্রহে আলু চাষের পরিকল্পনা করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। খবর আলজাজিরার।
পেরুতে একটি আন্তর্জাতিক আলু উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে একযোগে এই কাজে অংশ নিবে নাসা। এমন ধরনের আলু বীজ উন্নয়ন করবে যা মঙ্গলের মাটিতে বেড়ে উঠতে সক্ষম হবে।
মঙ্গল গ্রহে আলু চাষের পরিকল্পনা
মঙ্গল গ্রহে আলু চাষের পরিকল্পনা


পৃথিবীর অন্যতম প্রাচীন মরুভূমি হচ্ছে অ্যাটকামা। ধারণা করা হচ্ছে মঙ্গলের মাটি সেই অঞ্চলের সাথে সাদৃশ্যপূর্ণ।
বিজ্ঞানীদের ধারণা, এই মাটির উপযোগী আলু বীজ উৎপাদন করা গেলে তা মঙ্গলেও কাজ করতে পারে।
নাসা বিজ্ঞানী জুলিও ভলদিবিয়া আলজাজিরাকে জানান, ‘আমরা পৃথিবীর সঙ্গে মঙ্গলের মাটির প্রচুর মিল খুঁজে পেয়েছি। মঙ্গলে অন্যান্য মিশনের পরীক্ষা নিরীক্ষার মতো এই বিষয়েও বিস্তর গবেষণা করা হয়েছে।’
তিনি বলেন, ‘আলুই হতে পারে এক্ষেত্রে সবচেয়ে উত্তম প্রার্থী। কারণ সকল পরিবেশের ধকল কাটিয়ে উঠে পৃথিবীতে আলু নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিল।’
বিজ্ঞানীরা গবেষণা করার জন্য প্রায় ১০০ প্রজাতির আলুকে বেছে নিয়েছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তথ্য ও নমুনা সংগ্রহ করে তাকে নিয়ে যাবেন পেরুর রাজধানী লিমাতে।
সম্প্রতি পেরুর পটেটো সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘কার্বন ডাই-অক্সাইডের মাত্রা ফসলটির জন্য খুবই সহায়ক হবে। কারণ স্বাভাবিকের চেয়ে দুই থেকে চারগুণ মাত্রার বেশি পরিমাণ কার্বন ডাই-অক্সাইড সহ্য করতে পারে আলু। মঙ্গলের বায়ুমণ্ডলে প্রায় ৯৫ শতাংশই হচ্ছে কার্বন ডাই-অক্সাইড।’

0 comments:

Post a Comment

Popular Posts

Blog Archive

Powered by Blogger.