Home » » তপন চৌধুরীর নতুন অ্যালবাম ‘ফিরে এলাম’

তপন চৌধুরীর নতুন অ্যালবাম ‘ফিরে এলাম’

উপলক্ষ ছিল অনেকগুলো সঙ্গীত জীবনের চল্লিশ বছর, জন্মদিন; কিন্তু সবকিছু ছাপিয়ে মানুষের আগ্রহ ছিল শিল্পী তপন চৌধুরীর সঙ্গীতে আবার ফিরে আসাকে ঘিরে সঙ্গীত জীবন থেকে বারো বছরের বিচ্ছেদ শেষে গতকাল শনিবার প্রকাশিত হলো তার নতুন অ্যালবামফিরে এলাম অ্যালবামের নামের মধ্যেও যেন মিশে রয়েছে শিল্পীর কৈফিয়ত গানের ডিজিটাল প্রকাশনা সংস্থা বাংলা ঢোলের ব্যানারে প্রকাশিত হলো তপন চৌধুরীর এই একক অ্যালবাম
তপন চৌধুরীর নতুন অ্যালবাম ‘ফিরে এলাম’
তপন চৌধুরীর নতুন অ্যালবাম ‘ফিরে এলাম’



উপলক্ষে গতকাল ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে বসেছিল আনন্দ আয়োজন সঙ্গীত শিল্পী কলাকুশলীরা অভিনন্দন জানালেন বললেন, বাংলা সঙ্গীতে তপন চৌধুরীর অবদান চিরস্মরণীয় বারো বছর পরে একক অ্যালবাম প্রকাশ করে তার এই প্রত্যাবর্তনকে স্বাগত জানালেন সবাই

সবার ভালোবাসায় মুগ্ধ তপন চৌধুরী বলেন, ‘আজকের আয়োজনে সবাই এসেছেন, ভালো লাগছে অনেক প্রিয় মানুষকে একসঙ্গে পেয়েছি সঙ্গীতে এতটা বিরতি দেব, তার ভাবনা ছিলো না তারপরও কিভাবে যেন পার হয়ে গেছে এতটা সময়

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তিনি বলেন, ‘তপন চৌধুরী আমার অনেক প্রিয় একজন শিল্পী আমি তার গানের ভক্ত তার গাওয়া ‘‘পলাশ ফুটেছে শিমুল ফুটেছেগানটি আমার খুবই প্রিয় গান আমি নিজেও তপনকে কয়েকবার অনুরোধ করে আমার প্রিয় গানটি গাইতে বলেছি

অনুষ্ঠানে তপন চৌধুরীকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, চিত্রনায়ক আলমগীর, শিল্পী রুনা লায়লা, শেখ সাদী খান, সৈয়দ আবদুল হাদী, আলাউদ্দিন আলী, ফরিদ উদ্দিন আহমেদ, আবিদা সুলতানা, আইয়ুব বাচ্চু, কুমার বিশ্বজিত্, ফুয়াদ নাসের বাবু প্রমুখ স্বাগত বক্তব্য রাখেন আয়োজক প্রতিষ্ঠান বাংলা ঢোলের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক

রুনা লায়লা বলেন, দশ বছর পরে যখন তপন চৌধুরীর শিল্পীজীবনের পঞ্চাশ বছর পূর্তি হবে, তখনো আমরা আসতে চাই তিনি সঙ্গীতের সঙ্গে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন


এদিকে অনুষ্ঠানে তপন চৌধুরীর সঙ্গীতে বেড়ে উঠবার জন্য যাদের অবদান রয়েছে তাদের সম্মানিত করা হয় অনুষ্ঠানে

0 comments:

Post a Comment

Popular Posts

Blog Archive

Powered by Blogger.