Home » » লাস ভেগাসে চলছে বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিক পণ্যের মেলা

লাস ভেগাসে চলছে বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিক পণ্যের মেলা

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলছে বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিক পণ্যের মেলা কনজ্যুমার ইলেকট্রনিক শো (সিইএস) ২০১৭। চার দিনের মেলা শেষ হবে কাল জানুয়ারি। এরই মধ্যে মেলায় কিছু ডেস্কটপ ল্যাপটপ কম্পিউটার নজর কেড়েছে। সেসবের কয়েকটির তথ্য থাকছে এখানে
 লাস ভেগাসে চলছে বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিক পণ্যের মেলা
 লাস ভেগাসে চলছে বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিক পণ্যের মেলা


২১ এক্স
গেম খেলার উপযোগী এই ল্যাপটপের পর্দা ২১ ইঞ্চি, বাঁকানো তাতে রয়েছে চোখ অনুসরণ করার ক্যামেরা চারটি স্পিকার ওজন . কেজি
.আসুস আরওজি জিটি৫১সিএইচ
আসুসের সাম্প্রতিক গেমিং ডেস্কটপ কম্পিউটারকে দানবের সঙ্গেই তুলনা করা যায় এর ওজন ৫০ পাউন্ড, মানে ২২ কেজি ইন্টেলের কোর আই- ৭৭০০ কে প্রসেসরে চলে এটি আছে জিফোস গ্রাফিকস কার্ড, গিগাবাইট ডিডিআর- র্যাম, ২৫৬ গিগাবাইট সলিড স্টেট ড্রাইভ, ডিভিডি বার্নার, ওয়াই-ফাই ইত্যাদি
.লেনেভো লেজিওন ওয়াই ৭২০
লেনেভো এই ল্যাপটপের মাধ্যমে তাদের ওয়াই সিরিজের গেমিং ল্যাপটপকে পুনরুজ্জীবিত করতে চায় এটিতে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে ডলবি সাউন্ড
দাম ,৩৯৯ ডলার
.এইচপি এনভি কার্ভড
এআইও ৩৪
মার্জিত নকশায় একসঙ্গে সব কিছু রয়েছে এই ডেস্কটপ কম্পিউটারে এতে রয়েছে ৩৪ ইঞ্চির বাঁকানো পর্দা এর শব্দ ব্যবস্থাও ভালো
.ডেল ইন্সপাইরন ১৫ ৭০০০
এই গেমিং ল্যাপটপটি মূলত দামের জন্য বেশি নজর কেড়েছে চার্জও টিকে অনেকক্ষণ দাম পড়বে ৮০০ ডলার

সূত্র: সিনেট

0 comments:

Post a Comment

Popular Posts

Blog Archive

Powered by Blogger.