Home » » জাতীয় লিগে এক দিনে তিন ডাবল সেঞ্চুরি

জাতীয় লিগে এক দিনে তিন ডাবল সেঞ্চুরি

জাতীয় লিগে এক দিনে তিন ডাবল সেঞ্চুরি, শেষ রাউন্ডে এসে জমে উঠেছে জাতীয় লিগ ব্যাটসম্যানদের ব্যাটে দেখা যাচ্ছে বড় বড় সব ইনিংস কিছুদিন আগেই সিলেট স্টেডিয়ামে ডাবল সেঞ্চুরি করেছিলেন নাসির হোসেন কাল সেখানে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন আরো দুজন বরিশালের বিপক্ষে প্রথম ইনিংসে উইকেটে ৫৮৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ঢাকা, ডাবল সেঞ্চুরি করেছে সাইফ হাসান তাইবুর পারভেজ জহুর আহমেদ স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে উইকেটে ৫৫৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে সিলেট, অলক কাপালি খেলেছেন অপরাজিত ২০০ রানের চমত্কার ইনিংস
জাতীয় লিগে এক দিনে তিন ডাবল সেঞ্চুরি
জাতীয় লিগে এক দিনে তিন ডাবল সেঞ্চুরি


সিলেটে বরিশালের বিপক্ষে প্রথম দিনের খেলা শেষে সাইফ অপরাজিত ছিলেন ১৩১ রানে, তাইবুরের রান ছিল ৭০ দুজনেই তুলে নেন ডাবল সেঞ্চুরি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফের এটাই প্রথম ডাবল সেঞ্চুরি, তাইবুরের দ্বিতীয় এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে তাইবুরের সর্বোচ্চ ইনিংসটা ছিল ২০৭ রানের তৃতীয় উইকেটে এই দুজনের ৩০৪ রানের জুটিতেই বড় সংগ্রহের পথে হাঁটে ঢাকা তাইবুর আউট হওয়ার পরই দান ছাড়েন ঢাকার অধিনায়ক মোহাম্মদ শরীফ, ঘড়ির কাঁটায় তখন বিকেল ৩টা দিনের খেলার বাকি সময়টাতেই ২২ ওভারে উইকেট হারিয়ে মাত্র ১০১ রান তুলতে পেরেছে বরিশাল, ফলে সামনে তাদের ফলোঅনের ঝুঁকি উইকেট হাতে ৪৮৭ রানে পিছিয়ে আছে শাহরিয়ার নাফীস-সোহাগ গাজীর দল


চট্টগ্রামে ইমতিয়াজ হোসেনের সেঞ্চুরির পর অলক কাপালির ডাবল সেঞ্চুরিতে বড় সংগ্রহ সিলেটের আগের দিনের ৫৬ রানের সঙ্গে আরো ৪৪ রান জুড়ে ২০৪ বলে সেঞ্চুরি পূরণ করেন অলক এর পরই হয়ে ওঠেন মারমুখী প্রথম ১০০ রানে বাউন্ডারি ছিল ৭টি আর ছয়ের মার দুটি, ২৬৬ বলে ২০০ রানে পৌঁছানোর পর বাউন্ডারির সংখ্যা বেড়ে হয়েছে ১২টি আর ছয়ের মার ১০টি অর্থাৎ পরের ১০০ রান করেছেন মাত্র ৬২ বলে, যেখানে ছক্কা ৮টি আর চার ৫টি অলকের ডাবল সেঞ্চুরির পরই আসে সিলেটের ইনিংসের ঘোষণা, আম্পায়ারাও সংকেত দেন চা বিরতির দিনের শেষ সেশনটা ব্যাট করেছে চট্টগ্রাম, ৩৮ ওভারে তাদের সংগ্রহ উইকেটে ১১৫ রান নাফিস ইকবাল ৫১ ইয়াসির আলি ৫৩ রানে অপরাজিত এখনো ৪৪০ রানে পিছিয়ে চট্টগ্রাম, হাতে উইকেট বগুড়ায় রাজশাহীর ১৯১ রানের জবাবে রংপুুরের প্রথম ইনিংস শেষ হয় ৩৫১ রানে নাসির ৬৮ ধীমান ঘোষ ৯৭ রান করেন দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে রাজশাহী তুলেছে উইকেটে ৪২ রান, এখনো পিছিয়ে ১১৮ রানে ফতুল্লায় খুলনার ২০৭ রানের জবাবে ১২২ রানেই শেষ ঢাকা মেট্রোর প্রথম ইনিংস দ্বিতীয় ইনিংসে খুলনার সংগ্রহ উইকেটে ২৭২ রান এনামুল হক করেছেন ১২২ রান, তুষার ইমরান অপরাজিত ৭৩ রানে উইকেট হাতে ৩৫৭ রানে এগিয়ে আছে খুলনা

0 comments:

Post a Comment

Popular Posts

Blog Archive

Powered by Blogger.