![]() |
অস্ট্রেলিয়ায় বন্দুক নিয়ে সেলফি তুলতে দিয়ে নিজের বন্ধুকে খুন |
আদালত সূত্র জানায়, বন্ধুকে গুলি করার পর অ্যালবার্ট চিৎকার করতে থাকে, আমি মো (মোহাম্মদ হাসান)-কে খুন করে ফেলেছি’’! আগের রাতে বন্ধুরা অ্যালবার্টকে বন্দুক থেকে গুলি বের করে রাখতে বললেও সে তা শোনে নি।
বন্ধুকে গুলি করার পর অ্যালবার্ট হোটেল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ট্য্রাভেল এজেন্সিতে থাকা তার এক বন্ধুর সহায়তায় মেসিডোনিয়া পালিয়ে যাবার চেষ্টা করে অ্যালবার্ট। পুলিশ তাকে বিমানবন্দর থেকে আটক করে।
আদালতে হাজির করা হলে আলবার্ট তার নিজের দোষ
স্বীকার করে এবং শাস্তি প্রার্থনা করে। এদিকে আদালতের কাছে মেলবোর্ন পুলিশ বিভাগের পক্ষ থেকে তার রিমান্ড আবেদন করা হয়েছে। তারা জানিয়েছে, আরো তদন্ত শেষে এই খুনের ঘটনার বিস্তারিত জানানো হবে।
0 comments:
Post a Comment