Home » » ভারতবিদ্বেষ নয় দেশপ্রেমের কথা বলাটা

ভারতবিদ্বেষ নয় দেশপ্রেমের কথা বলাটা

ভারতবিদ্বেষ নয় দেশপ্রেমের কথা বলাটা
ভারতবিদ্বেষ নয় দেশপ্রেমের কথা বলাটা 

কলকাতায় মঞ্চে বাংলাদেশের ব্যান্ড মাইলসকে প্রতিহত করার ঘোষণায় প্রতিক্রিয়া জানিয়েছেন ‘মাইলস’র সদস্য শাফিন আহমেদ। কলকাতার সঙ্গীতশিল্পী রূপম ইসলামের ব্যান্ড ফসিলসের অপপ্রচারের জবাবে বুধবার রাত ১টা ৪ মিনিটে মাইলসের ফেসবুক পেজে ভিডিও বার্তা দিয়েছেন দলটির দুই সদস্য শাফিন আহমেদ ও মানাম আহমেদ।

ভিডিওতে শাফিন বলেন, ‘কলকাতার ব্যান্ড ফসিলস আমাদের নামে অপপ্রচার চালাচ্ছে, এটা আমরা জানতে পেরেছি। তারা যে আমাদের বয়কটের ডাক দেবে তা আমরা আশা করিনি। সঙ্গীতকে ভৌগলিক জায়গায় ভাবা ঠিক নয়।’

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ১৩ আগস্ট কলকাতায় একটি কনসার্টে পারফর্ম করার কথা মাইলস, ফসিলস ও পাপনের। কিন্তু মাইলসকে বয়কটের ডাক দেয় ফসিলস। কারণ হিসেবে মাইলসের দুই সদস্য হামিন আহমেদ ও শাফিন আহমেদের ফেসবুকে ‘অনবরত’ ভারতবিরোধী পোস্ট ও মন্তব্যকে উল্লেখ করা হয়।

ফেসবুকে ‘বয়কট মাইলস’ নামে একটি পেজও তৈরি হয়। মাইলসকে বয়কটের দাবিতে বুধবার (৩ আগস্ট) বালিগঞ্জ ফাঁড়িতে কনসার্ট আয়োজকদের কার্যালয়ের সামনে বিক্ষোভ করার কথা ছিলো ফসিলস ভক্তদের। পরে অবশ্য তা বাতিল হয়েছে।

এদিকে বিতর্ক এড়াতে আয়োজকরা দুটি ব্যান্ডকেই এ কনসার্ট থেকে বাদ দিয়েছে। এ প্রসঙ্গে শাফিন বলেন, ‘দেশের যে কোনো ব্যাপারে নাগরিক হিসেবে মন্তব্য করার অধিকার আমার আছে। এটাকে টেনে নিয়ে সাংস্কৃতিক আয়োজনের সঙ্গে মেলানোর কোনো প্রয়োজন ছিলো বলে আমরা মনে করি না। দেশপ্রেমের কথা বলাটা ভারতবিদ্বেষ নয়। বিদ্বেষ সম্পূর্ণ ভিন্ন ব্যাপার।’

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দুই ক্রিকেটারকে নিষিদ্ধ করার জেরে হামিন ও শাফিন ফেসবুকে কিছু মন্তব্য করেন। এগুলোকেই ফসিলস ভারতবিরোধী মন্তব্য উল্লেখ করে অপপ্রচার চালিয়েছে।

কলকাতার গণমাধ্যমকে ফসিলসের সদস্য রূপম ইসলাম বলেন, ‘মাইলসের ভক্ত আমরা সবাই। কিন্তু তাদের এই গুণটা যখন থেকে প্রকাশিত হয়েছে, তখন থেকে আর নয়। যে কোনো ছুতোয় ভারতকে গালি দেওয়াটা ওদের একটা বড় উদ্দেশ্য। কথায় কথায় ভারতকে টেনে এনে গালি দেওয়া। এই ধরনের মানুষ ভারতেই আবার অনুষ্ঠান করতে আসার স্বপ্ন দেখে কী করে? অনুষ্ঠান করতে হলে নিশ্চয়ই ভারতীয় হাইকমিশনে যেতে হয় ভিসা জোগাড় করতে। সেটা কীভাবে হয়? তার যৌক্তিকতা কী, সেটা বুঝতে পারছি না!’

ফসিলস’র ম্যানেজার রূপসা দাশগুপ্ত বিবিসি বাংলাকে বলেন, ‘আমরা কিন্তু মাইলসের গান শুনেই বড় হয়েছি, ওদের খুব ভক্ত আমরা। হামিন ভাই বা শাফিন ভাই কেউই যেহেতু আমাদের ফেসবুক বন্ধু নন, তাই আমরা আগে উনাদের পোস্টগুলো দেখিনি। এই কনসার্টটা ঘোষণা হওয়ার পরে আমাদের দেখানো হয় যে কীরকম খারাপ গালাগালি দেওয়া হয়েছে ভারতকে নিয়ে। যা সব লেখা হয়েছে, সেগুলো আমি যেমন বলতে পারব না, আপনরাও প্রচার করতে পারবেন না। উনারা যখন এতই ভারত-বিদ্বেষী আর দর্শকরাও যখন চাইছেন না, সেজন্যই ফসিলস সিদ্ধান্ত নেয় যে এরকম একটা ব্যান্ডের সঙ্গে মঞ্চ ভাগ করাটা কঠিন আমাদের পক্ষে।’

এ প্রসঙ্গে মাইলস’র মানাম আহমেদ বলেন, ‘আমরা চাই সাংস্কৃতিক বিনিময় আরও বাড়ুক। ভারতীয় শিল্পীরা এলে কিন্তু মাইলসের কেউ সমালোচনা করে না। ফসিলসও চাইলে যখন ইচ্ছে এ দেশে কনসার্ট করে যেতে পারবে। কিন্তু রূপম যেটা করেছে তা নোংরামি। এটা তার কাছ থেকে কাম্য নয়।’

বাংলাদেশ ও বাঙালিত্ব নিয়ে মন্তব্য করে আগে থেকেই সমালোচিত হয়েছেন ফসিলস ব্যান্ডের রূপম ইসলাম। এর আগে তিনি বাংলাদেশকে ‘পাকিস্তান’ বলেছিলেন। পরে এ নিয়ে তিনি ক্ষমাও চেয়েছেন।

0 comments:

Post a Comment

Popular Posts

Blog Archive

Powered by Blogger.