Home » , » রূপসী সোনার বাংলাদেশ

রূপসী সোনার বাংলাদেশ

রূপসী সোনার বাংলাদেশ

পৃথিবীর সকল দেশের সেরা আর সুন্দর আমাদের এই দেশ,
ষোলকোটি সন্তানের বসবাস তাঁর বুকে আনন্দের নেই শেষ ।
অনেক জয় এবং গৌরবের ইতিহাস রয়ে গেছেযে তাঁর বুকে,
একুশে ফেব্রুয়ারী এবং স্বাধীনতাকে স্মরণ করি মনের সুখে ।
 
রূপসী সোনার বাংলাদেশ
রূপসী সোনার বাংলাদেশ 
কতযে মনোরম এই দেশটি তাঁর রুপের বাহারের নেই অন্ত,
তাঁকে সদা ঘিরে রয়েছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত ।
তাঁর বুকেতে নিরবধি কতযে নদ-নদী সদা করছে জড়াজড়ি,
পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র শীতলক্ষ্যা বুড়িগঙ্গা ও ধলেশ্বরী ।

জাতীয় ফুল শাপলা এই দেশের সব গ্রামের পুকুরেতে ভাসে,
জাতীয় ফল কাঁঠালের গন্ধও আকাশে বাতাসে ভেসে আসে ।
এই রূপসী বাংলার সোনার মাটিতেযে সোনার ফসলই ফলে,
মেহনতি মানুষের কৃষিকাজ হয় নির্বাহ তাঁর স্থলে আর জলে ।

গ্রামে পলাশ আর শিমুল শাখে বসে ভোরের পাখি গান গায়,
সূর্যোদয়ের আগে কৃষকেরা হাল লয়ে কাঁধে মাঠে মাঠে যায় ।
গরু চড়ায় রাখাল বন্ধুরা বাজায় বাঁশি বসে দূর কোন মাঠে,
দূর ও দূরান্ত হতে মানুষদের সমাগম হয় বাজারে আর হাঁটে ।

এই বাংলার রুপ এতই মনোমুগ্ধকর কোন তুলনা নেই যার,
জননী সম অতি প্রিয় সেযে মানুষের অন্তরের ভালোবাসার ।
চিরটাকাল রূপসী বাংলাকে ভালোবেসে রেখে যাব তাঁর মান,
কখনও নষ্ট হতে দেবনা যতদিন বাঁচব একটিও তাঁর সন্তান ।

সোনার বাংলাদেশ রুপে ও গুনে চির সবুজ যেন চির উর্বশী,
সুশীতল ছায়া ঘেরা মায়া ভরা সোনার রুপে সে অতি রূপসী ।
আমার নিঃস্বার্থ ভালোবাসা তাঁর প্রতি হবে না কোনদিন শেষ,
স্বযত্নে লালিত আমার হৃদয়ে প্রিয় রূপসী সোনার বাংলাদেশ ।

0 comments:

Post a Comment

Popular Posts

Blog Archive

Powered by Blogger.