Home » » আইটেম গানে পরীমনি

আইটেম গানে পরীমনি

আইটেম গানে পরীমনি
আইটেম গানে পরীমনি

ঢাকার সিনেমায় এবার আইটেম গানে কোমর দোলাবেন ব্যস্ত অভিনেত্রী পরীমনি।  জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘রক্ত’ ছবিতে আইটেম গার্ল হিসেবে আবির্ভূত হবেন পরী।  

গানটির শুটিংয়ের কাজে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন পরীমনি। ফেসবুকে গানের শুটিংয়ের ছবি পোস্ট করে লিখেছেন, ‘ডানা কাটা পরী’।   

তিনি আরও জানিয়েছেন, এত বড় বাজেটের আইটেম গান দুই বাংলার চলচ্চিত্রে এর আগে দেখেননি দর্শক। গানটিও হয়েছে দারুণ শ্রুতিমধুর এবং উপভোগ্য।

এটি প্রকাশের পর দুই বাংলাতেই গানটি সুপারহিট হবে বলে বিশ্বাস হালের এই তারকার।

কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় গানটিতে সুর করেছেন আকাশ এবং কণ্ঠ দিয়েছেন কনিকা কাপুর। কোরিওগ্রাফি করেছেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার বাবা যাদব।

আর এ ছবিতে পরীমনির বিপরীতে অভিনয় করছেন নবাগত রিক্ত রোশন।

0 comments:

Post a Comment

Popular Posts

Blog Archive

Powered by Blogger.