Home » , , » এয়ারটেলের সব সিম বন্ধ হয়ে গেছে

এয়ারটেলের সব সিম বন্ধ হয়ে গেছে

এয়ারটেলের সব সিম বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে এয়ারটেলের সব সিম সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রাত ১২ টার পর থেকে অনিবন্ধিত সব সিম বন্ধ আছে কিন্তু সুযোগ আছে এখনো ৪৫০ দিন নিবন্ধন করে সিম পুনরায় চালু করার.
এয়ারটেলের সব সিম বন্ধ হয়ে গেছে
এয়ারটেলের সব সিম বন্ধ হয়ে গেছে


এখন থেকে সিম নিবন্ধন করতে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত লাগতে পারে তবে অপারেটর অনুযায়ী এর ভিন্নতা আছে. ইতোমধ্যে এয়ারটেল ঘোষণা করেছে পুরো এক সপ্তাহ জুড়ে সিম নিবন্ধনের জন্য কোন টাকা লাগবেনা. কিন্তু এয়ারটেল সিমে ব্যাপক বিপত্তি দেখে দিয়েছি ইতোমধ্যে নিবন্ধনকৃত কিংবা অনিবন্ধনকৃত কোন সিমেই নেটওয়ার্ক নেই অর্থাৎ পুরোপুরি বন্ধ আছে

যারা সিম নিবন্ধন করেছেন এমন অনেকেই ছুটে যাচ্ছেন এয়ারটেল কাস্টমার কেয়ার সেন্টারে কিন্তু কাস্টমার ম্যানেজাররা কোন সদুত্তর দিতে পারছেন না তবে বলছে সার্ভারে সমস্যা হয়েছে বড় ধরনের এবং কখন এটা ঠিক হবে এই বিষয়ে তারা বিস্তারিত কিছুই জানেন অনেক গ্রাহক এই সমস্যার কারনে দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে,অনেকেই নিজেদের বিকাশ থেকে টাকা উত্তোলন করতে পারছেন না এক চরম শংকা কাজ করছে সবার ভিতরে. 

0 comments:

Post a Comment

Popular Posts

Blog Archive

Powered by Blogger.