Home » » আইএসের সাথে সম্পৃক্ত ইতালির যুব ক্রিকেট দলের অধিনায়ক

আইএসের সাথে সম্পৃক্ত ইতালির যুব ক্রিকেট দলের অধিনায়ক

চরমপন্থী জঙ্গী দল আইএসের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে ইতালির যুব ক্রিকেট দলের অধিনায়ক আফতাব ফারুককে দেশটি থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি ইতালিতে হামলার ষড়যন্ত্র করেছিলেন বলে ইতালি কর্তৃপক্ষ জানিয়েছে।
আইএসের সাথে সম্পৃক্ত ইতালির যুব ক্রিকেট দলের অধিনায়ক
আইএসের সাথে সম্পৃক্ত ইতালির যুব ক্রিকেট দলের অধিনায়ক


ইতালির সংবাদপত্রে বলা হয়েছে, পাকিস্তানী বংশোদ্ভূত আফতাব ফারুক ‘ইউরোপীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য’ উত্তর ইতালির মিলানের কোন মদের দোকান কিংবা বারগামো বিমাবন্দরে কালাশনিকভ বা বোমা দিয়ে হামলার পরিকল্পনা টেলিফোন আলাপাচারিতায় উল্লেখ করেছিলেন।

মঙ্গলবার ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী আঞ্জেলো আলফানো বলেন, ২৬ বছর বয়স্ক ফারুক আইএসকে সমর্থন করতেন, তিনি সিরিয়া যাওয়ার পরিকল্পনা করছিলেন।

১৩ বছর বয়স থেকে ফারুক তার পরিবারের সাথে ইতালিতে বাস করছিলেন। তিনি ইতালির অনুর্ধ্ব ১৯ জাতীয় দলের অধিনায়ক ছিলেন।

0 comments:

Post a Comment

Popular Posts

Blog Archive

Powered by Blogger.